ঝিনাইগাতীতে ফের বন্যহাতির আক্রমণ: নিহত ১

এক দিনের ব্যবধানে শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বন্য হাতির আক্রমণে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2016, 04:19 AM
Updated : 15 Oct 2016, 06:29 AM

এর আগে গত বৃহস্পতিবার রাতে বন্য হাতির আক্রমণে একই উপজেলায় এক বৃদ্ধাসহ তিনজন নিহত হন। 

ঝিনাইগাতী বন বিভাগের তাওয়াকুচা বিট অফিসার আশরাফুল আলম জানান, শুক্রবার সীমান্তবর্তী তাওয়াকুচা টিলাপাড়া গ্রামে হাতির আক্রমণে মমেনা বেগমের (৬০) মৃত্যু হয়।

“রাত আড়াইটার দিকে একটি বন্যহাতি ওই বৃদ্ধার বসত ঘর ভেঙে ভেতরে ঢুকে তাকে পায়ের তলায় পিষ্ট করে মেরে ফেলে।”

মমেনা ওই গ্রামের ফজল হকের স্ত্রী।

এনিয়ে গত এক মাসে বন্যহাতির আক্রমণে ঝিনাইগাতী সীমান্তে সাতজন নিহত হয়েছেন বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা জানান।