খাগড়াছড়িতে সেনাবাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে ইউপিডিএফ’ নিহত

খগড়াছড়ি সদরে সেনাবাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ‘ইউপিডিএফ’ সদস্য নিহত হয়েছেন।

খাগড়াছড়ি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2016, 03:42 PM
Updated : 14 Oct 2016, 04:38 PM

শুক্রবার সন্ধ্যায় ভুয়াছড়ি খ্রিস্টানপাড়া কুতুবছড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে সদর থানার এসআই আরেফিন হাসান জানান।

নিহতের পরনে সেনাবাহিনীর পোশাক ছিল। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

এসআই আরেফিন জানান, ইউপিডিএফ সদস্যরা অস্ত্রশস্ত্র নিয়ে হামলার উদ্দেশ্যে কুতুবছড়ি এলাকায় জড়ো হয়েছে এমন গোপন সংবাদ পেয়ে সন্ধ্যা ৬টার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে যায়।

“ওই সময় ইউপিডিএফ সদস্যরা তাদের উপর হামলা চালালে তারাও পাল্টা হামলা চালায়।

“দুপক্ষের বন্দুকযুদ্ধের পরে সেখানে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় মৃত পাওয়া যায়। বাকিরা পালিয়ে গেছে।”

খাগড়াছড়ি সেনা রিজিয়নের জিএসও-টু (আই) মেজর ফেরদৌস হোসেন ভূইয়া বলেন, মেজর ইমতিয়াজ ও লেফট্যানেন্ট তানজামের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছলে ইউপিডিএফ সন্ত্রাসীরা সেনাবাহিনীর উপর গুলিবর্ষণ করে। এসময় সেনাবাহিনীও পাল্টা গুলি চালালে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ চলে। এতে ইউপিডিএফের এক সদস্য গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

ঘটনাস্থল থেকে একটি চাইনিজ সাব মেশিনগান উদ্ধার করা হয়। পরে আরও তল্লাশি চালিয়ে একটি এসএলআরও উদ্ধার করা হয় বলে তিনি জানান।