তিস্তায় নৌকা ডুবে নিখোঁজ কৃষকের মৃতদেহ উদ্ধার

নীলফামারীর ডিমলা উপজেলায় তিস্তা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ এক কৃষকের মরদেহ তিন দিন পর উদ্ধার করা হয়েছে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2016, 12:58 PM
Updated : 14 Oct 2016, 12:58 PM
শুক্রবার পূর্ব ছাতনাই ইউনিয়নের ঝাড়সিংহেশ্বর গ্রামে নৌকাডুবির স্থানে মকবুল হোসেনের (২৮) লাশ পাওয়া যায়।

মকবুল পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের আজাহার আলীর ছেলে।

পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ খান জানান, মঙ্গলবার বিকালে নৌকাডুবির ঘটনা ঘটেছিল। শুক্রবার বেলা ১১টার দিকে একই স্থানে লাশ ভেসে উঠলে এলাকাবাসী উদ্ধার করে।

আব্দুল লতিফ জানান, মকবুল হোসেনের পরিবারকে নগদ ২০ হাজার টাকা সহয়তা প্রদান করেছেন জেলা প্রশাসক জাকীর হোসেন।

শুক্রবার দুপুরে পরিবারের কাছে ওই অর্থ সহায়তা পৌঁছানো হয়েছে বলে জানান চেয়ারম্যান লতিফ।

ডিমলা থানার ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, গত মঙ্গলবার সকালে নৌকাযোগে তিস্তা নদী পাড়ি দিয়ে গরুর জন্য ঘাস কাটতে যান এলাকার ৪০ জন কৃষক। বিকাল সাড়ে ৩টার দিকে ঘাস নিয়ে ওই নৌকায় বাড়ি ফেরার পথে নৌকাডুবি হলে ৩৯ জন সাঁতরে কূলে ওঠে। নিখোঁজ হন কৃষক মকবুল হোসেন।

এলাকাবাসী ও রংপুর দমকল বাহিনীর চার সদস্যের ডুবুরি দল দীর্ঘ চেষ্টা চালিয়েও এর আগে তাকে উদ্ধার করতে পারেনি বলে ওসি জানান।

ওসি জানান, সুরতহাল রির্পোট তৈরি করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।