দামুড়হুদায় স্কুলছাত্র নিখোঁজ, রাস্তার পাশে বই-খাতা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয়েছে এক স্কুলছাত্র।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2016, 11:05 AM
Updated : 14 Oct 2016, 01:08 PM

বৃহস্পতিবার বিকালে কার্পাসডাঙ্গা মিশনপাড়ায় যাওয়ার পর নিখোঁজ হয় কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র মো. মিনহাজুল মুসা।

মুসা কুতুবপুর গ্রামের খাল পাড়ার মৃত সামসের বলদির ছোট ছেলে।

ওই ঘটনায় মুসার বড়ভাই আশকার আলী শুক্রবার দুপুরে দামুড়হুদা মডেল থানায় একটি জিডি করেছেন।

জিডিতে বলা হয়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে মিনহাজুল বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে প্রাইভেট পড়তে যায় কার্পাসডাঙ্গা মিশন পাড়ার প্রকাশ মন্ডলের কাছে; কিন্তু সন্ধ্যার পরও সে বাড়ি না ফিরলে পরিবারের লোকজন চিন্তিত হয়ে পড়ে।

পরে পরিবারের লোকজন তাকে খুঁজতে কার্পাসডাঙ্গার দিকে যাওয়ার পথে কার্পাসডাঙ্গা খ্রিস্টান কবরস্থানের কাছে রাস্তার পাশে মিনহাজুলের বাইসাইকেল ও বই-খাতা পড়ে থাকতে দেখেন।

এরপর সারা রাত ধরে পুরো এলাকা ও পার্শ্ববর্তী মাঠের ভিতর খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।  

কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির এসআই জিয়াউল হক জানান, মিনহাজুলের পরিবারের লোকজনের কাছে খবর পেয়ে তিনি কবরস্থানেরর কাছে গিয়ে মিনহাজুলের বাইসাইকেল ও বই-খাতা উদ্ধার করেছেন।

তাকে উদ্ধারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

এদিকে, প্রাইভেট শিক্ষক প্রকাশ মন্ডল বলেন, বৃহস্পতিবার মিনহাজুল তার কাছে পড়তে যায়নি।