নরসিংদীতে নৌকাডুবে নিখোঁজ ৪ ব্যবসায়ীর সন্ধান মেলেনি

নরসিংদীর রায়পুরার মেঘনা নদীতে নৌকা ডুবে নিখোঁজ চার গরু ব্যবসায়ীর সন্ধান মিলেনি।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2016, 12:50 PM
Updated : 12 Oct 2016, 12:51 PM

বুধবার সন্ধ্যা পর্যন্ত ওই গরু ব্যবসায়ীদের সন্ধান পাওয়া যায়নি বলে জানান নরসিংদী ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান ।

মেঘনা নদীর ভাটখোলা পয়েন্টে মঙ্গলবার সন্ধ্যায় ঝড়ো বাতাসের কবলে পড়ে গরু বহনকারী নৌকাটি ডুবে যায়। এ সময় কয়েজন সাঁতরিয়ে তীরে উঠলেও আনোয়ার, আবদুল হক, ফরিদ ও খলিল মিয়া নামে চার গরু ব্যবসায়ী ও তাদের ১২টি গরু নিখোঁজ হয়।

ঘটনার পরপর স্থানীয়দের নিয়ে পুলিশ উদ্ধার কাজ চালালেও কারো সন্ধান পায়নি বলে রায়পুরা থানার পরির্দশক (তদন্ত) আজারুল ইসলাম জানান।

ফায়ার সার্ভিস কর্মকর্তা নজমুজ্জামান বলেন, “বুধবার সকাল ৮টা থেকে আমাদের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে। বেলা ১২টার দিকে ডুবে নৌকাটি উদ্ধার করা গেলেও নিখোঁজ ব্যবসায়ীদের হদিস মেলেনি।”

“সন্ধ্যায় উদ্ধার কাজ আপাতত শেষ করা হলেও বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের ডুবুরি দল আবার কাজ শুরু করবে।”

এ ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেহান উদ্দীনকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন পরির্দশক আজারুল জানান।