বাল্য বিয়ে: কনের বাবার কারাদণ্ড

বরগুনা সদর উপজেলায় কিশোরী মেয়েকে বিয়ে দেওয়ায় এক ব্যক্তিকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2016, 11:00 AM
Updated : 9 Oct 2016, 11:00 AM

রোববার দুপুরে উপজেলার হেউলিবুনিয়া গ্রামে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বরগুনার নির্বাহী ম্যাজিষ্ট্রেট আলীফ রেজা তাকে সাত দিনের কারাদণ্ড দেন।

একইসঙ্গে তাকে এক হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

আলিফ রেজা বলেন, ওই ব্যক্তি তার নবম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে গোপনে এক কাঠমিস্ত্রির সঙ্গে বিয়ে দেন। রোববার দুপুরে ওই বিয়ের অনুষ্ঠান ছিল।

“গোপন খবরে পুলিশ নিয়ে ওই বাড়িতে গেলে বরসহ অতিথিরা পেছনের দরজা দিয়ে পালালেও মেয়ের বাবাকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে।”

বরগুনা জেলা প্রশাসক ড. মহা. বশিরুল আলম বলেন, ভুয়া জন্ম নিবন্ধন তৈরি করে কিশোরী মেয়েটির বিয়ে দেওয়া হয়েছিল।