নাটোরে মাদকসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নাটোরের বড়াইগ্রামে মাদকসহ ছাত্রলীগের এক নেতা ও সাত ‘কর্মীকে’ গ্রেপ্তার করেছে র‌্যাব।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2016, 01:07 PM
Updated : 6 Oct 2016, 01:08 PM

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে র‌্যাব- ৫ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিজানুর রহমান এ কথা জানান।

আটকরা হলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিল্লুর রহমান, ‘ছাত্রলীগ কর্মী’ আবুল বাশার, মৃদুল সরকার, মহিবুর রহমান, কালাম মিয়া, শাকিল হোসেন, আব্দুর রাজ্জাক ও মোহম্মদ ফারুক।

র‌্যাব কর্মকর্তা মিজানুর বলেন, মাদক কেনাবেচার গোপন সংবাদ পেয়ে বুধবার রাতে উপজেলার বনপাড়া বাজারের টিনু সুপার মার্কেটে অভিযান চালায় র‌্যাব।

“মার্কেটের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে ২৫০ গ্রাম হিরোইন, ৪৬টি ইয়াবা, ফেন্সিডিল ও গাঁজাসহ তাদের আটক করা হয়।”

বৃহস্পতিবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

তবে জেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম দাবি করেন গ্রেপ্তার জিল্লুর রহমান ওরফে জিন্নাহ বড়াইগ্রাম উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। তার সঙ্গে সংগঠনের আর কোনো সম্পর্ক নাই ।