নারায়ণগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন

নারায়ণগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে ‘বয়স বৈষম্য দূর করুন’ শ্লোগান নিয়ে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2016, 03:29 PM
Updated : 1 Oct 2016, 03:29 PM

শনিবার দুপুরে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ প্রভৃতি সংঘের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক হেলাল উদ্দিন ভূঞার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক রাব্বি মিয়া, বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাউছুল আযম, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক তালুকদার, প্রবীণ সংঘের সাধারণ সম্পাদক এনামুল হক প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা প্রবীণদের বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি সরকারিভাবে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

জেলা প্রশাসক রাব্বি মিয়া তার বক্তব্যে প্রবীণদের কল্যাণে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব রকম সহযোগিতার আশ্বাস দেন।

সভা শেষে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে বৃদ্ধ মাকে সেবাযত্ন করার স্বীকৃতিস্বরূপ সিদ্ধিরগঞ্জের গোদনাইল চৌধুরীবাড়ির আক্তার বানুকে ‘মমতাময়ী’ ও শহরের জামতলা এলাকার বাসিন্দা আসিফ হোসেনকে প্যারালাইজড বাবাকে সেবাযত্ন করার স্বীকৃতিস্বরূপ ‘মমতাময়’ পুরস্কারের ক্রেস্ট দেওয়া হয়।

অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।