পিরোজপুরে কলেজছাত্র রুবেল হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় কলেজছাত্র রুবেল হত্যা মামলায় তিন জনকে মৃত্যুদণ্ড ‍ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2016, 10:44 AM
Updated : 29 Sept 2016, 11:20 AM

বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিল্লুর রহমান এ রায় দেন।

মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন উপজেলার সদর ইউনিয়নের উত্তর মিঠাখালী গ্রামের মিরাজ, জলিল ও কালাম।

যাবজ্জীবন প্রাপ্তরা হলেন একই গ্রামের মান্নান, ফারুক খান, রিয়াজ এবং জাহিদ।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে মিরাজ মামলার শুরু থেকেই পলাতক রয়েছেন।

একইসঙ্গে ফাঁসির দণ্ডদেশ প্রাপ্তদের ২০ হাজার টাকা এবং যাবজ্জীবন প্রাপ্তদের ১০ হাজার টাকা জরিমানে অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী খান মো. আলাউদ্দিন

মামলার নথির বরাত দিয়ে পিপি আলাউদ্দিন জানান, উত্তর মিঠাখালী গ্রামের হাবিবুর রহমান আকনের সঙ্গে একই গ্রামের ফারুক খান ও তার ভাগ্নে রিপন ওরফে নিপনদের সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল।

“এর জেরে ২০০৮ সালের ২২ জুন রাতে হাবিবুর রহমানের ছোট ছেলে মঠবাড়িয়া সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র রুবেল আকনকে পাওনা টাকা দেওয়ার কথা বলে প্রতিপক্ষ মিরাজ মঠবাড়িয়া শহরে তার বোন ফাতেমা আক্তার পুতুলের বাসায় ডেকে নেয়। পরে রুবেলকে গলা কেটে হত্যা করে লাশ মাছুয়া ভাড়ানি খালে ফেলে দেয়।”

এ ঘটনার একদিন পর সাতজনকে আসামি করে মঠবাড়িয়া একটি মামলা করেন হাবিবুর রহমান।