গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকসহ ২ সহোদরের মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষকসহ দুই সহোদরের মৃত্যু হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2016, 06:18 AM
Updated : 29 Sept 2016, 06:21 AM

বৃহস্পতিবার সকালে উপজেলার কোচাশহর ইউনিয়নের জগন্নাথপুর চাঁদপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান সদর থানার ওসি সুব্রত কুমার সরকার।

নিহতরা হলেন ওই গ্রামের আজগর আলী মাস্টারের ছেলে স্থানীয় ধর্ম কালিতলা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন রতন (৫০) ও তার ছোট ভাই রংপুর চিনিকলের ইক্ষু উন্নয়ন কর্মকর্তা নাহিদ হাসান (৩২)।

ওসি পরিবারের বরাত দিয়ে বলেন, সকাল সাড়ে ৮টার দিকে নুরুল আমিন গোসল করার পর বাসার ছাদে জিআই তারে কাপড় শুকানোর জন্য ঝুলিয়ে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তার চিৎকার শুনে ছোট ভাই কনক তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।

“বাড়ির সদস্যরা দুইজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সকাল সাড়ে ১০টার দিকে তাদের মৃত্যু হয়।”

ওই জিআই তার বিদ্যুতায়িত হয়েছিল বলে পুলিশের ধারণার কথা জানান ওসি সুব্রত।