যশোরে ‘বন্দুকযুদ্ধ থামাতে’ পুলিশের গুলি, নিহত ১

যশোরের পুলিশ জানিয়েছে, দুই দল সন্ত্রাসীর ‘গোলাগুলি থামাতে’ তারা গুলি ছোড়ার পর অজ্ঞাতপরিচয় এক ব‌্যক্তির মৃত‌্যু হয়েছে।  

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2016, 04:37 AM
Updated : 29 Sept 2016, 04:39 AM

বুধবার রাত ২টার দিকে সদর উপজেলার মথুরাপুর গ্রামে যশোর-ঝিনাইদহ সড়কে একটিট পেট্রোল পাম্পের কাছে এ ঘটনা ঘটে বলে কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মথুরাপুরে গোলাগুলির খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে যায়।

“সন্ত্রাসীদের ছত্রভঙ্গ করতে পুলিশ পাঁচ রাউন্ড গুলি করে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে যশোর সদর হাসপাতালে নেওয়া হয়।”

হাসপাতালের চিকিৎসক এম আবদুর রশিদ বলেন, রাত আড়াইটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তার বয়স আনুমানিক ৪০ বছর।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বলে জানান ওসি ইলিয়াস।