লক্ষ্মীপুরে লোকমান হত্যা মামলায় ১৬ জনের যাবজ্জীবন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার কৃষক লোকমান হোসেন হত্যা মামলায় ১৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2016, 07:53 AM
Updated : 28 Sept 2016, 08:36 AM

বুধবার দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাইদুর রহমান গাজী সব আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন।

নিহত লোকমান হোসেন (৫৫) ছিলেন উপজেলার সবুজ গ্রামের বাসিন্দা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জসিম উদ্দিন মামলার বরাত দিলে বলেন, ২০০৯ সালের ২১ জানুয়ারি সকাল ৮টায় কৃষক লোকমান বাড়ির কাছে নিজ জমিতে সয়াবিন বীজ বপন করছিলেন। এ সময় জমি নিয়ে বিরোধের জেরে স্থানীয় মোস্তফার নেতৃত্বে আসামিরা তার ওপর হামলা করে।

পরে লোকমান চিকিৎসাধীন অবস্থায় ১০ ফেব্রুয়ারি মারা গেলে ১১ ফেব্রুয়ারি তার ভাই আব্দুল গফুর বাদী হয়ে রামগতি থানায় ১৬ জনকে আসামি করে হত্যামামলা দায়ের করেন বলে জানান আইনজীবী জসিম উদ্দিন।

তিনি বলেন, বিচারক সাইদুর রহমান গাজী রায় ঘোষণার সময় ১৬ আসামি উপস্থিত ছিলেন। মামলার বাদী ন্যায় বিচার পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন - মো. মোস্তফা, এনির আহম্মদ, নাহিদ, রেজাউল হক, মজনু, আলতাফ, ধনরাজ, রুবেল, আইয়ুব আলী, মনির আহম্মদ, মোরশেদ, জিন্নাহ, হান্নান, আব্বাস, ওহিদুজ্জামান ও সহিজুল ইসলা।

আসামিপক্ষের আইনজীবী হুমায়ুন কবির অসন্তোষ প্রকাশ করে বলেন, “আমরা এ রায়ে সন্তুষ্ট না। রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।”