কাশিমপুর কারাগারের টেলিফোন বিকল

গাজীপুরের কাশিমপুর কারাগারসহ কালিয়াকৈর উপজেলার মৌচাক ও আশেপাশের প্রায় তিনশ’ টেলিফোন লাইন বিকল হয়ে পড়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2016, 03:23 PM
Updated : 27 Sept 2016, 03:23 PM

শুধু কাশিমপুর কারাগার নয় ওই এলাকার বিভিন্ন কল কারখানা ও বাড়িরি টেলিফোন লাইনও প্রায় দেড়মাস ধরে বিকল রয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সুপার সুব্রত কুমার বালা জানান, প্রায় দেড়মাস ধরে কারাগারের সব টেলিফোন বিকল হয়ে আছে। এতে তাদের বাইরে যোগাযোগ রক্ষা করতে সমস্যা হচ্ছে।

টেলিফোন লাইন বিকল থাকায় গুরুত্বপূর্ণ ফ্যাক্স আদান-প্রদানের ক্ষেত্রেও সমস্যা হচ্ছে জানিয়ে তিনি বলেন,  এ ব্যাপারে বিটিসিএলের কোনাবাড়ি একচেঞ্জে লিখিত ও মৌখিক অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার মো. নাশির আহমদ এবং কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেলার মোসা. সালমা বেগম বলেন, কারাগারগুলোয় জ্যামার বসানো থাকায় প্রয়োজনের সময় মোবাইলেও কথা বলতে সমস্যা হয়। এ জন্য অনেক সময় প্রয়োজনীয় কথা বাইরে থেকেও সারতে হচ্ছে। 

বিটিসিএলের কোনাবাড়ি এক্সচেঞ্জের উপসহকারী প্রকৌশলী নাসির উদ্দিন আকন্দ জানান, কোনাবাড়ি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফোর লেনের কাজ করতে গিয়ে ওইসব এলাকার প্রায় তিনশ লাইন কাটা পড়ে। এতে কারাগারসহ বিভিন্ন এলাকার টেলিফোন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

“এ সমস্যা সমাধানে ফোর লেনের সড়ক সংযোগ প্রকল্পের পরিচালকের কাছে লিখিতভাবে জানানো হলে তারা জানায় তাদের দেখানো পথে নতুনভাবে টেলিফোন লাইন স্থাপন করতে হবে। কিন্তু তারা এখনও পথ দেখায় নাই।”