চাল আত্মসাৎ: দুই খাদ্য কর্মকর্তা গ্রেপ্তার

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সরকারি খাদ্য গুদাম থেকে ২০ লাখ টাকার চাল আত্মসাতের অভিযোগে দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2016, 11:52 AM
Updated : 27 Sept 2016, 11:52 AM

মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ শহরের নতুন বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান দুদকের ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) মো. জাহাঙ্গীর আলম।

গ্রেপ্তারকৃতরা হলেন করিমগঞ্জ উপজেলার খাদ্য নিয়ন্ত্রকের অতিরিক্ত দায়িত্বরত কিশোরগঞ্জ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আব্দুল জলিল এবং করিমগঞ্জ উপজেলা খাদ্য গুদামের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা বর্তমানে বগুড়া সদর উপজেলায় কর্মরত কাজী হাসিবুল হাসান।

জাহাঙ্গীর আলম বলেন, ২০১২ সালের জুন মাসে এই দুই কর্মকর্তা যোগসাজশে করিমগঞ্জ সরকারি খাদ্য গুদাম থেকে ২০ লাখ ২২ হাজার টাকা মূল্যের চাল আত্মসাৎ করেন।

“স্থানীয়দের কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত করে ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়।”

এ ঘটনায় জাহাঙ্গীর আলম বাদী হয়ে করিমগঞ্জ থানায় একটি মামলা করেছেন বলে জানান করিমগঞ্জ থানার ওসি জাকির রাব্বানী।