ঠাকুরগাঁওয়ে গৃহবধূকে মারপিট, ইউপি সদস্য আটক

ঠাকুরগাঁও সদর উপজেলায় এক গৃহবধুকে মারপিটের অভিযোগে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2016, 06:11 PM
Updated : 26 Sept 2016, 06:12 PM

সোমবার রাত সাড়ে ৯টার দিকে জামালপুর ইউনিয়ন পরিষদ থেকে আহত অবস্থায় গৃহবধূকে উদ্ধার করা হয় বলে জানান ঠাকুরগাঁও সদর থানার এসআই সিরাজুদ্দৌলা।

আহত গৃহবধূ মোছা. নেহার বেগম (২৫) ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।  

নেহার বেগম ওই ইউনিয়নের রামপুর গ্রামের নুর ইসলামের স্ত্রী এবং পূর্বপারপুগী গ্রামের প্রয়াত বসির মোহাম্মদের মেয়ে।

আটক আশরাফ আলী (৫০) জামালপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য।

নেহার বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চলতি মাসে আশারফ আলীর ভাতিজা নুর ইসলামের সঙ্গে তার বিয়ে হয়, কিন্তু বিয়েটি তার স্বামীর পরিবারের লোকজন মেনে নেয়নি।

সোমবার সকালে তার স্বামী কাজে চলে গেরে বেলা ১১টার দিকে স্বামীর বাড়িতে ঢুকে আশারফ আলী, তার ছেলে জুয়েল ও স্বামীর বড় ভাই আব্দুস সোবহান তাকে বেধরক মারপিট করেন বলে নেহারের অভিযোগ।

এরপর তিনি অজ্ঞান হয়ে পড়লে তাকে জামালপুর ইউনিয়ন পরিষদে আনা হয় এবং সেখানে দিনভর আটকে রেখে মারপিট করা হয়, অভিযোগ নেহারের।

হাসপাতালের চিকিৎসক ডা. সারোয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গৃহবধূর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান সদর থানার এসআই সিরাজুদ্দৌলা।