ঝিনাইগাতীতে বন্যহাতির আক্রমণে নারী নিহত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী একটি গ্রামে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছেন। 

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2016, 05:45 PM
Updated : 26 Sept 2016, 05:45 PM

সোমবার রাতে পশ্চিম বাঁকাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।

নিহত কিবিরণ বেগম (৫০) ওই গ্রামের মৃত হযরত আলীর স্ত্রী।

এ নিয়ে এ জেলায় একমাসে বন্য হাতির আক্রমণে তিনজন নিহত হলেন।

ঝিনাইগাতী থানার এসআই খোকন চন্দ্র সরকার এবং কাংশা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য লতিফা বেগম জানান, রাত সাড়ে ৯টার দিকে একদল বন্যহাতি পশ্চিম বাঁকাকুড়া গ্রামে হামলা চালায়। এ সময় ছোটছুটি করে লোকজন পালাতে পারলেও ওই নারী হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ওই সময় হাতিগুলো একটি বসত ঘর গুড়িয়ে দেয় বলেও জানান এসআই খোকন।

বেশ কিছুদিন ধরে প্রতিদিন সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত ঝিনাইগাতী সীমান্তে বন্যহাতির উপদ্রব চলছে। সীমান্ত এলাকার লোকজন বন্যহাতির কবল থেকে ক্ষেতের ধান, ঘরবাড়িসহ যানমাল রক্ষা করতে রাত জেগে গ্রামে পাহারা দিচ্ছে। মশাল জ্বালিয়ে ও আবর্জনায় আগুন জ্বালিয়ে এবং পটকা ফাটিয়ে বন্যহাতির কবল থেকে রক্ষা পাবার চেষ্টা করছে।

গত ২ সেপ্টেম্বর শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের সীমান্তবর্তী জুলগাও গ্রামে দুদু মিয়া (৫০) নামে এক কৃষক এবং গত ২৩ সেপ্টেম্বর ঝিনাইগাতীর ছোট গজনী এলাকায় ললেন মরাক (৫৫) নামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক কৃষক বন্যহাতির আক্রমণে নিহত হন।