রংপুর চিনিকলের জমি ‘জবরদখল’: মহিমাগঞ্জে মঙ্গলবার হরতাল

রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমির ‘জবরদখলকারীদের’ উচ্ছেদ ও জমি উদ্ধারের দাবিতে মঙ্গলবার গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে অর্ধদিবস হরতাল ডেকেছে মিলের শ্রমিক-কর্মচারী ও স্থানীয়রা।  

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2016, 05:10 PM
Updated : 26 Sept 2016, 05:10 PM

রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন, আখচাষি সমিতি ও আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল এ কর্মসূচি দেয়।

হরতালের সমর্থনে সোমবার দুপুরে একটি মিছিল মহিমাগঞ্জ শহরে প্রদক্ষিণ করে। শেষে চিনিকলের প্রধান ফটকের প্রাঙ্গণে এক সমাবেশ করেন তারা।

এতে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, মোস্তাফিজুর রহমান দুলাল, আওয়ামী লীগ নেতা আনারুল ইসলাম, হামিদুল ইসলাম, আখ চাষি নেতা জিন্নাত আলী প্রধান প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৫৫ সালে চিনিকল কর্তৃপক্ষ আখ চাষের জন্য গোবিন্দগঞ্জ উপজেলার মাদারপুর, রামপুরা, সাপমারা, ফকিরগঞ্জ ও সাহেবগঞ্জ এলাকায় এক হাজার ৮৪০ একর জমি অধিগ্রহণ করে। তখন থেকে এসব জমিতে উৎপাদিত আখ চিনিকলে সরবরাহ করা হচ্ছিল।

গত ১ জুলাই প্রায় ১০০ একর জমি দখল করার উদ্দেশ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কয়েকজন লোক একচালা ঘর নির্মাণ করে।

তাদের অবিলম্বে উচ্ছেদ করে ভূমি উদ্ধার করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় সমাবেশে।

এ ব্যাপারে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল আউয়াল বলেন, জমি অধিগ্রহণের সময় চুক্তিনামায় বলা হয়, কখনও চিনিকল বা খামার বন্ধ হলে সেক্ষেত্রে ওইসব জমি সরকারের কাছে চলে যাবে।  জবরদখলের সুযোগ নেই।