অর্থ আত্মসাৎ: রাবির বরখাস্ত কর্মচারীকে গ্রেপ্তার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এক বরখাস্ত কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2016, 02:39 PM
Updated : 27 Sept 2016, 05:53 AM

সোমবার দুপুরে নগরী ভেড়ীপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান রাজশাহী দুদকের সহকারী পরিচালক রাশেদুল ইসলাম।

গ্রেপ্তার খালেদ হোসেন সরদার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের সিনিয়র সহকারী ছিলেন। তিনি নগরীর মাসকাটাদিঘি এলাকার ওয়াসিম উদ্দিন সরদারের ছেলে।

রাশেদুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়ার নাম করে আতিউর রহমান নামের এক ব্যক্তির বাবার কাছ থেকে নয় লাখ টাকা নেন খালেদ। এই অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করে।

“এ বিষয়ে আতিউরের পরিবারের কাছ থেকে পাওয়া অভিযোগ প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

এ ব্যাপারে তিনি বাদী হয়ে নগরী মতিহার থানা একটি মামলা করেছেন বলেও জানান দুদকের এ কর্মকর্তা।