বাল্য বিয়ে: বর-কনের বাবার কারাদণ্ড

বগুড়ার দুপচাঁচিয়ায় বাল্য বিয়ে দেওয়ার দায়ে বর ও কনের বাবাকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2016, 01:44 PM
Updated : 27 Sept 2016, 05:53 AM

সোমবার দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহেদ পারভেজের ভ্রাম্যমাণ আদালত তাদের ১৫ করে কারাদণ্ড দেয়।

দণ্ডিতরা হলেন উপজেলার ডিমশহর গ্রামের উজ্জল প্রামানিক ও ভেলুর চক গ্রামের মোসলিম উদ্দিন সরদার।

দুপচাঁচিয়া থানার এএসআই আমিনুল ইসলাম জানান,  ছয় মাস আগে মোসলিম উদ্দিন সরদারের ছেলের সঙ্গে উজ্জল প্রামানিকের কিশোরী মেয়ের বিয়ে পড়ানো হয়। সোমবার ওই বিয়ের অনুষ্ঠান ছিল।

“খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে পুলিশ গিয়ে বর ও কনের বাবাকে আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের ১৫ দিন করে কারাদণ্ড দেন।”