বান্দরবানে ২ শিশুকে ‘ধর্ষণ’, স্কুলের দপ্তরি গ্রেপ্তার

বান্দরবান শহরে একটি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে স্কুলটির দপ্তরিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2016, 01:27 PM
Updated : 26 Sept 2016, 01:27 PM

বান্দরবান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি অংথুই প্রু মারমাকে (৩০) সোমবার দুপুরে ওই স্কুল থেকে গ্রেপ্তার করা হয়েছে।

অংথুই বান্দরবান মধ্যম পাড়ার মৃত চিংশৈউ মারমার ছেলে।

এক শিশুর বাবা সাংবাদিকদের বলেন, তার ১০ বছর বয়সী মেয়ে বান্দরবান পাড়া স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়ে। অংথুই তার মেয়েকে এক মাস আগে থেকে ধর্ষণ করে আসছিল। তার ভয়ে মেয়ে পরিবারের কাউকে একথা জানায়নি।

রোববার স্কুলে যাওয়ার সময় আবার ধর্ষণের চেষ্টা করলে শিশুটি পরিবারের সদস্যদের জানায়। সে এখন অসুস্থ, বলেন তিনি।

১২ বছর বয়সী একই স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী অপর শিশুর মা অভিযোগ করেন, তার মেয়েকে কোরবানের ঈদের আগে একবার ধর্ষণ করেছে অংথুই। বিষয়টি তারা জানতে পারলেও ভয়ে কিছু বলেননি। পরে আবার ধর্ষণ করায় থানায় অভিযোগ দিয়েছেন।

বান্দরবান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উসংনু মারমা বলেন, দপ্তরি অংথুই প্রু মারমার বিরুদ্ধে অভিভাবকদের পক্ষ থেকে কোনো সময় এই ধরনের আচরণের অভিযোগ আসেনি।

বান্দরবান থানার ওসি রফিক উল্লাহ বলেন, সোমবার দুপুরে তার বিরুদ্ধে থানায় নারী  ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে অভিভাবকরা। পুলিশ অংথুই প্রুকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে।

স্কুলের দুই শিশুকে ধর্ষণের ব্যাপারে সে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানান ওসি।