গাজীপুরে স্ত্রী হত্যায় যাবজ্জীবন

গাজীপুরে স্ত্রী হত্যা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2016, 12:18 PM
Updated : 27 Sept 2016, 10:48 AM

সোমবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত মো. ফারুক হোসেন (৫১) টঙ্গীর হাজীর বস্তির জীবন ড্রাইভারের ছেলে।

একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান আদালত পুলিশের পরিদর্শক মো. রবিউল ইসলাম।

মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, ২০১০ সালের ২ অগাস্ট ভোর রাতে মারধর ও শ্বাসরোধ করে স্ত্রী রত্নাকে হত্যা করে ফারুক। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

“এ ব্যাপারে টঙ্গী থানায় অপমৃত্যুর মামলা হয় এবং পরে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার ফারুককে আসামি করে হত্যা মামলা করেন রত্নার বাবা ইউসুফ আলী। তদন্ত শেষে ফারুকের বিরুদ্ধে অভিযোগ পত্র দেয় পুলিশ।”