তারেক মাসুদ-মিশুক মুনীর নিহতের মামলায় ৩ পুলিশের সাক্ষ্য

সড়ক দুর্ঘটনায় আন্তর্জাতিক চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের মামলায় তিন পুলিশ সদস্য সাক্ষ্য দিয়েছেন।

মানিকগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2016, 02:19 PM
Updated : 25 Sept 2016, 02:19 PM

রোববার দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে তাদের সাক্ষ্যগ্রহণ করা হয় বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) আফছারুল ইসলাম মনি।

এরা হলেন বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম, ঘিওর থানার তৎকালীন উপ পরির্দশক (এসআই) এনামুল হক ও কনস্টেবল লিটন কাজী।

এ সময় আসামি বাস চালক জামির হোসেন আদালতে উপস্থিত ছিলেন। সাক্ষ্যগ্রহণ শেষে আগামী ১০ অক্টোবর মামলার পরবর্তী দিন রাখা হয় বলে জানান এপিপি।

২০১১ সালের ১৩ অগাস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে বাসের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই মাইক্রোবাস আরোহী তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন।

এ ঘটনায় চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের বাস চালক জামির হোসেনকে আসামি করে ঘিওর থানার তৎকালীন এসআই লুৎফর রহমান বাদী হয়ে একটি মামলা করেন।