ফেনীতে অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার, আটক ২

ফেনীতে অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল সরঞ্জামসহ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ অটক করেছে ১০ মামলার আসামিসহ দুইজনকে।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2016, 04:31 PM
Updated : 24 Sept 2016, 04:31 PM

শনিবার সন্ধ্যায় শহরের ইসলামপুর রোডের একটি তিনতলা ভবনে অভিযান চালানো হয় বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ।

আটককৃতরা হলেন আমজাদ হোসেন সুমন ওরফে কুল সুমন (৩৫) ও তার সহযোগী শাখাওয়াত হোসেন (৪০)।

পরিদর্শক আজাদ বলেন, শনিবার সন্ধ্যায় ইসলামপুর রোডের আবদুল মোমেন ভবনের তিনতলায় অভিযান চালানো হয়।

“ছাদের তিনটি কক্ষ থেকে উদ্ধার করা হয় দুটি বিদেশি টু-টু বোর রাইফেল, একটি একনলা বন্দুক, একটি দোনালা বন্দুক, পিস্তলের দুটিসহ চারটি ম্যাগাজিন, বিভিন্ন অস্ত্রের ১০৪ রাউন্ড গুলি, অস্ত্রের একটি টার্গেট লেন্স, দুটি অস্ত্রের বাক্স ও অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম ।”

অভিযানের সময় দুই পুলিশ আহত হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানান পরিদর্শক আজাদ।

তিনি বলেন, আটক আমজাদ হোসেন সুমন ওরফে কুল সুমন ফেনী শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শহরের একাডেমি এলাকার বাসিন্দা মীর হোসেনের ছেলে।

“তার বিরুদ্ধে ফেনী মডেল থানাসহ বিভিন্ন থানায় অন্তত ১০টি মামলা রয়েছে। তিনি অবৈধ অস্ত্র কেনাবেচা, অস্ত্রের চোরাচালান ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত। পুলিশ তাকে দীর্ঘদিন ধরে খুঁজছিল।”

আটক শাখাওয়াত হোসেন সুমনের সহযোগী ও পিরোজপুর জেলার আবদুর রব হাওলাদারের ছেলে বলে জানান পরিদর্শক আজাদ।