চাঁপাইনবাবগঞ্জে দুই ‘জেএমবির’ ১৪ বছর কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে সাত বছর আগের অস্ত্র মামলায় সন্দেহভাজন দুই জেএমবি সদস্যকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2016, 09:02 AM
Updated : 24 Sept 2016, 09:17 AM

অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জিয়াউর রহমান আসামিদের উপস্থিতিতে শনিবার এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- গোমস্তাপুর উপজেলার কলাইদিয়াড় গ্রামের তৈয়ব আলীর ছেলে মমিন (২১) ও ভোলাহাট উপজেলার মুশরিভুজা গ্রামের রুহুল আমিনের ছেলে রবিউল (২৫)।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৯ সালের ১৪ জুন গুলি ও জিহাদি বইসহ শিবগঞ্জ উপজেলার খড়গপুর এলাকা থেকে মমিনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ১৬ জুন মুশরিভুজা গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে একটি শুটার গান, তিন রাউন্ড ও গুলি তৈরি উপকরণসহ রবিউলকে গ্রেপ্তার করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জবদুল হক জানান, এ ঘটনায় শিবগঞ্জ থানার এসআই মিজানুর রহমান বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন।

তদন্ত শেষে এসআই ওহিদুজ্জামান ওই বছরের ১৬ জুলাই মমিন ও রবিউলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন বলে জানান তিনি।