বাগমারায় স্বামী ‘খুন’, স্ত্রী আটক

রাজশাহীর বাগমারায় নিজ ঘর থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে, যাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2016, 06:22 AM
Updated : 24 Sept 2016, 06:22 AM

শনিবার সকালে উপজেলার গনিপুর ইউনিয়নের রঘুপাড়া গ্রাম থেকে সাজ্জাদ হোসেনের (২৮) লাশ পাওয়া যায়। তিনি গ্রামের আজাহার আলীর ছেলে।

এ ঘটনায় ওই সাজ্জাদের স্ত্রী খুশি বেগমকে পুলিশ আটক করেছে।

বাগমারা থানার পরির্দশক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, সকালে পরিবারের সদস্যরা ও গ্রামের লোকজন সাজ্জাদের লাশ দেখে তার স্ত্রী খুশিকে আটক করে থানায় খবর দেয়।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে বলে জানান তিনি।

“নিজ ঘরের মধ্যে খাটের উপর সাজ্জাদের লাশ পাওয়া গেছে। তার গালায় ফাঁস দেওয়ার দাগ রয়েছে এবং ফুলে গেছে। ধারণা করা হচ্ছে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধে তার মৃত্যু হয়েছে।”

পরিবারের সদস্যদের বরাত দিয়ে পরিদর্শক আজাদ আরও বলেন, রাতে ওই ঘরে সাজ্জাদ ছাড়াও তার স্ত্রী খুশি বেগম ও তাদের ছয় বছরের ছেলে ইসাহাক ছিল।

“সাজ্জাদ নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এমন আলামত পাওয়া যায়নি। এ কারণে খুশিকে আটক করা হয়েছে।”

আজাদ জানান, প্রায় আট বছর আগে মোহনপুর উপজেলার চাঁচিপাড়া গ্রামের খুশি বেগমের সঙ্গে সাজ্জাদের বিয়ে হয়। তাদের একটি ছেলে আছে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে পরিদর্শক আজাদ জানান, সম্প্রতি তাদের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হলে খুশি বেগম ঈদের কয়েকদিন আগে বাবার বাড়ি চলে যান। ঈদের পরদিন সাজ্জাদ গিয়ে স্ত্রীকে নিয়ে আসেন।

শুক্রবার সন্ধ্যায় তাদের মধ্যে আবার ঝগড়া হয় বলে পরিবারের সদস্যরা জানান, বলেন আজাদ।