হায়দার হত্যা: বরগুনায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

বরগুনায় পরিবহন শ্রমিকনেতাকে কুপিয়ে হত্যার প্রতিবাদে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু হয়েছে।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2016, 04:31 AM
Updated : 19 Sept 2016, 06:10 AM

সোমবার সকাল থেকে ধর্মঘট শুরু হয় বলে জানান বরগুনা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু।

বরগুনা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকারী পরিষদের সদস্য মো. হায়দার আলীকে (৪০) রোববার রাতে কুপিয়ে আহত করার পর তার মৃত্যু হয়।

শ্রমিকনেতা সাহাবুদ্দিন বলেন, হায়দার হত্যার বিচার দাবিতে সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু হয়েছে।

খুনি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে তিনি জানান।

নিহত হায়দার বালিয়াতলী ইউনিয়নের আমলকীতলা গ্রামের মুক্তিযোদ্ধা আবদুল কাদের মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, হায়দার আলিশ্যার মোড় বাস কাউন্টার থেকে আমলকীতলায় নিজ বাড়ি যাওয়ার সময় ছয়-সাতজন তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। তাকে বরগুনা সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বরগুনা থানার ওসি রিয়াজ হোসেন বলেন, আমরা ঘটনা শোনার সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করেছি। খুনিকে গ্রেপ্তারের জন্যও অভিযান শুরু করেছে পুলিশ।