মেঘনা থেকে অপহৃত জেলেদের ৯ জন উদ্ধার

ভোলার মনপুরার মেঘনা থেকে অপহরণের ১৫ ঘণ্টা পর নয় জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2016, 03:37 PM
Updated : 18 Sept 2016, 03:37 PM

রোববার বিকালে মনপুরার ঢালচর থেকে তাদের উদ্ধারের সময় তিন জলদস্যুকে আটক করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের হাতিয়া স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ওমর ফারুক।

তিনি জানান, শনিবার রাত ২ টার দিকে মেঘনার বদনার চর এলাকা থেকে হাতিয়ার জলদস্যু আলাউদ্দিন বাহিনী মাছ ধরা অবস্থায় ১৫ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। এরপর ১৫ লাখ টাকা মুক্তিপন দাবি করে তারা ।

“খবর পেয়ে অভিযান চালিয়ে রোববার বিকাল ৫টার দিকে মনপুরার ঢালচর থেকে অপহৃত ৯ মাঝিকে উদ্ধার করা হয়। এ সময় তিন জলদস্যুকে আটক করা হয়েছে।”

বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

আটকরা হলেন বাবুল, বোরহান ও আফসার।

তারা হাতিয়ার নাজিম বাহিনীর সদস্য বলে কোস্টগার্ডকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে বলেন, ওমর ফারুক।