হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

হবিগঞ্জ সদর উপজেলা ও বানিয়াচং উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2016, 06:28 PM
Updated : 16 Sept 2016, 06:28 PM

শুক্রবার বিকেলে নিহতরা হলেন ঢাকার রামপুরার বাসিন্দা সাদ্দাম হোসেন (২০) ও বানিয়াচং উপজেলার সাকিল মিয়া (১৮)।

হবিগঞ্জ সদর থানার ওসি ইয়াছিনুল হক বলেন, ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জ সদর উপজেলার নসরতপুরে ঢাকাগামী একটি প্রাইভেট কার ও সিলেটগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

“এতে প্রাইভেট কারের তিন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাদ্দাম হোসেনকে মৃত ঘোষণা করেন।”

আহত দুইজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তারা হলেন ঢাকার রামপুরার বাসিন্দা জুনেদ হোসেন (২৯) ও লামিয়া জামান (২৩)।

আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকের বরাতে জানিয়েছেন ওসি ইয়াছিনুল।

বানিয়াচং থানার ওসি অমূল্য কুমার চৌধুরী বলেন, উপজেলার বন্দেরবাড়ি গ্রামের নুরুল ইসলামের ছেলে সাকিল বিকেলে বন্ধুদের সঙ্গে এল আর হাইস্কুলমাঠে মোটরসাইকেল চালানো শিখছিলেন।

“মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে তিনি গুরুতর আহত হন। তাকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন “