মাদারীপুরে বাস-মাহিন্দ্র সংঘর্ষে নিহত ৩

মাদারীপুরের রাজৈর উপজেলায় বাস-মাহিন্দ্র সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসযাত্রীসহ অন্তত ১০ জন।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2016, 09:43 AM
Updated : 16 Sept 2016, 09:44 AM

শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বড়ব্রিজ এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে রাজৈর থানার ওসি কামরুল হাসান জানান।

নিহতরা হলেন, উপজেলার মজুমদারকান্দি গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে বেলাল শেখ (৫১),  হাসানকান্দি গ্রামের লোকমান মাতুব্বরের ছেলে বেলাল মাতুব্বর (৩৬) ও  শিরখাড়া ইউনিয়নের মোয়াজ্জেম কাজীর ছেলে সালাউদ্দিন কাজী (৪৬)।

আহতদের মধ্যে একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও বাকিদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার পর ওই সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে দুর্ঘটনা কবলিত যান দুটি সরিয়ে নিলে চলাচল স্বাভাবিক হয় বলে জানান ওসি।

পুলিশ কর্মকর্তা কামরুল হাসান বলেন, টেকেরহাট থেকে রাজৈরগামী মাহিন্দ্রের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বাসের সংঘর্ষ হলে ঘটনাস্থলে বেলাল শেখ ও বেলাল  মাতুব্বরের মৃত্যু হয়।

“আর হাসপাতালে নেওয়ার পর মারা যান সালাউদ্দিন কাজী।”