পাহাড়ি খাদে বাস-অটোরিকশা, আহত ২০

চট্টগ্রাম-রাঙামাটি সড়কে বাস ও অটোরিকশার সংঘর্ষের পর যান দুটি পাহাড়ি খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Sept 2016, 02:09 PM
Updated : 11 Sept 2016, 02:56 PM

রোববার বিকালে রাঙামাটির বেতার কেন্দ্র এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মঞ্জু দেব(৫০), রবি মোহন তংচংগ্যা (৭০), সানজিদা (৩০), বিপ্লব ধর (৪৫), মমতা চাকমা (৫৪) ও জটিলা তংচংগ্যাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শহীদুল্লাহ জানান, চট্টগ্রাম থেকে রাঙামাটির উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস রাঙামাটি বেতার কেন্দ্র এলাকায় বিপরীতমুখী একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। 

“এতে বাস ও অটোরিকশা প্রায় ৪০ ফুট গভীর পাহাড়ি খাদে পড়ে যায়।”

শহীদুল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় বাস ও অটোরিকশা থেকে আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠায়।

এরমধ্যে গুরুতর আহত ছয় জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

দুর্ঘটনার খবর পেয়ে আহতদের দেখতে রাঙামাটির সংসদ সদস্য উষাতন তালুকদার, জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন, সেনাবাহিনীর রাঙামাটি জোন কমান্ডার লে. কর্নেল মালিক সামস উদ্দিন রাঙামাটি জেনারেল হাসপাতালে ছুটে যান।