নিউ ইয়র্কে নিহত নাজমার লাশ শরীয়তপুরে দাফন

নিউ ইয়র্কে ছুরিকাঘাতে নিহত ৬০ বছর বয়সী নাজমা খানম ঝর্নার লাশ শরীয়তপুরে তার নিজ গ্রামে দাফন করা হয়েছে।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2016, 03:21 PM
Updated : 4 Sept 2016, 03:31 PM

রোববার রাত ৮টায় শরীয়তপুর শহরের পৌরসভা ঈদগাহ ময়দানে জানাজা শেষে পালং ইউনিয়নের আটিপাড়া গ্রামে লাশ দাফন করা হয়।

গত ৩১ অগাস্ট রাতে নিউ ইয়র্কের বাঙালি অধ্যুষিত কুইন্সের জ্যামাইকা এলাকায় নিজের বাসার কাছে হামলার শিকার হন নাজমা (৬০)। তাকে জ্যামাইকা হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি।

নাজমার ভাই এনায়েত হোসেন খান ডালু জানান, শরীয়তপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক নাজমা বেগম ২০০৮ সালে লটারির ভিসায় মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সঙ্গে যান তার স্বামী শরীয়তপুর সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক শামসুল আলম খান ও ছোট ছেলে নাইমুল আলম শুভ।

নাজমার বড় ছেলে নাজমুল আলম খান লিটু ও মেয়ে ইসমিতা আলম তৃনা খানম ঢাকায় বসবাস করেন।

এনায়েত বলেন, নাজমার লাশ রোববার সকাল ৯টা ১৫ মিনিটে নিউইয়র্কের একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায়।

মরদেহ তার সাবেক কর্মস্থল শরীয়তপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে নেওয়া হয় সন্ধ্যা সাড়ে ৭টায়। সেখানে আত্মীয়-স্বজন, সহকর্মী ও ছাত্রছাত্রীসহ এলাকাবাসী ভিড় জমায়। পরে পৌরসভা ঈদগাহ ময়দানে জানাজা শেষে আটিপাড়া গ্রামে নিয়ে দাফন করা হয়।

হত্যাকাণ্ডের পর নিউ ইয়র্ক পুলিশ ইয়নাথন গালভেজ মারিন (২২) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে। ইয়নাথন ছিনতাইয়ে ব‌্যর্থ হয়ে হত‌্যাকাণ্ড ঘটান বলে জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ।