যুবলীগের ২ নেতাকর্মীকে কুপিয়ে জখম, থানায় ছাত্রলীগ নেতা

চাঁদাবাজি নিয়ে কথা কাটাকাটির জেরে পটুয়াখালীতে দুই যুবলীগ নেতাকর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে।

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2016, 11:33 AM
Updated : 4 Sept 2016, 11:33 AM

রোববার দুপুরে জেলা শহরের রেজিস্ট্রিপুল সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন শহর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য রুবেল হাওলাদার (২৮) ও যুবলীগ কর্মী মিলন হাওলাদার(৩০)।

রুবেলকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।মিলনকে পাঠানো হয় পটুয়াখালী জেনারেল হাসপাতালে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাওছার আহমেদ সুমনকে থানায় নেওয়া হয়েছে।

রুবেলের বাবা মো. শাহ আলম সাংবাদিকদের জানান, শহরের পুরাতন হাসাপাতাল সড়কে তার (শাহ আলম) একটি মুদি দোকান আছে। সেখানে এসে প্রায়ই টাকা দাবি করত ছাত্রলীগকর্মী মিজান ও কবির।

তিনি বলেন, তার ছেলে শহর যুবলীগ সদস্য রুবেল দুপুরে মিজান ও কবিরের কাছে দোকানে চাঁদা দাবি করার কারণ জানতে চাইলে কথাকাটাকাটি হয়।

“ওই সময় হঠাৎ মিজান পাশের একটি সেলুন থেকে ধারালো অস্ত্র এনে রুবেলের বুকসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত জখম করেন।”

এসময় রুবেলকে রক্ষা করতে এগিয়ে এলে যুবলীগকর্মী তারা মিলনকেও কুপিয়ে জখম করে বলে জানান শাহ আলম।

সদর থানার ওসি কেএম তারিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাওছার আহমেদ সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।