পদ্মার ভাঙনে দিশেহারা জাজিরাবাসী, মানববন্ধন

‘প্রায় ৫০০ পরিবারের’ বাড়িঘরসহ বিভিন্ন প্রতিষ্ঠান পদ্মায় বিলীন হওয়ায় শরীয়তপুরের দিশেহারা কুণ্ডেরচরবাসী ভাঙন প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2016, 11:34 AM
Updated : 3 Sept 2016, 11:45 AM

শনিবার বেলা ১১টায় জাজিরা উপজেলার কুণ্ডেরচরে পদ্মাপাড়ে দুই কিলোমিটার এলাকায় এ কর্মসূচিতে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ ক্ষতিগ্রস্তরা অংশ নেয়।

শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) শওকত আলীসহ বিভিন্ন পর্যায়ে জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।  

কুণ্ডেরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ কর্মসূচিতে অংশ নিয়ে বলেন, কুণ্ডেরচর এলাকায় এক মাস ধরে পদ্মার ভাঙনে প্রায় ৫০০ পরিবারের বাড়িঘর, স্কুল, মসজিদ, মাদ্রাসা, পাকা স্থাপনা ও হাটবাজার বিলীন হয়ে গেছে।

ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দা সাবেক কলেজ শিক্ষক সোবহান বেপারী বলেন, কুণ্ডেরচরে ১৯৯৮ সালে ভাঙন শুরু হয়েছে। ২০০৭ ও ২০১১ সালে ব্যাপক ভাঙনে বহু ঘরবাড়ি, ফসলি জমি ও বহু স্থাপনা পদ্মায় বিলীন হয়।

“তবে এবারের মতো ভয়াবহ ভাঙন আর কখনও দেখা দেয়নি। এবারের ভাঙনে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। বাড়িঘরের মালপত্র, গরু-বাছুর, সহায়-সম্বল কিছুই সরাতে সময় পাচ্ছে না। মুহূর্তের মধ্যে সর্বনাশা উত্তাল পদ্মা বিঘা বিঘা জমি, বাড়িঘর, মসজিদ-মাদ্রাসা, স্কুল, হাট-বাজারসহ সব নিয়ে যাচ্ছে।”

ভাঙন প্রতিরোধে উপস্থিত সবাই সরকারের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।