স্কুলছাত্রী ধর্ষণ: একজনের যাবজ্জীবন, দুইজনের ১৪ বছর

মানিকগঞ্জে এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক জনের যাবজ্জীবন ও অপর দুজনকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

মানিকগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2016, 10:24 AM
Updated : 1 Sept 2016, 10:24 AM

বৃহস্পতিবার মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাছিনা রৌশন জাহান আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন দণ্ডিত হলেন সদর উপজেলার বৈতরা গ্রামের মো. রফিক এবং ১৪ বছর দণ্ডিতরা হলেন উচুটিয়া গ্রামের হুমায়ুন ও বৈতরা গ্রামের জুয়েল রানা।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৯ সালের ১৮ জানুয়ারি সদর উপজেলার একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ করে।  

রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি এ কে এম নূরুল হুদা রুবেল জানান, এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় রফিককে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়, যা অনাদায়ে তাকে আরও ছয় মাস কারাভোগ করতে হবে।

এছাড়া একই আইনের ৭ ধারায় এ তিন আসামিকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়, যা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট নজরুল ইসলাম বাদশা।