পাবনায় মিষ্টির দোকানিকে শ্মশানে পাঠানোর হুমকি

পাবনা শহরের এক মিষ্টির দোকানিকে জেএমবির নামে চিঠিতে শ্মশানে পাঠানোর হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2016, 05:22 PM
Updated : 31 August 2016, 05:22 PM

বুধবার বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে পাঠানো চিঠিতে এ হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেন লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডারের মালিক কেরু ঘোষ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার বেলা ১১টার দিকে বাংলাদেশ ডাক বিভাগের পিওন দোকানে একটি চিঠি দিয়ে যায়।

চিঠিতে বলা হয়েছে, “দাদা, ভালো আছেন তো? আপনার সময় শেষ। আপনি এবার ভাল-মন্দ খেয়ে প্রস্তুত হন। আপনাকে নিয়ে শ্মশান যাত্রা করা হবে।”

টাইপ করা চিঠির প্রেরকের জায়গায় জেএমবির পাবনা জেলা শাখার কমান্ডার ইন চিফ হিসেবে ‘মোঃ নাজমুল হোসেন, বিদুৎ’ লেখা রয়েছে ।

মিষ্টির দোকানি কেরু ঘোষ বলেন, বিষয়টি তিনি মৌখিকভাবে পুলিশকে জানিয়েছেন।

পুলিশ সুপার আলমগীর কবির বলছেন, “ইতোপূর্বে জজ সাহেবকে এ ধরনের চিঠি দিয়েছিল। একটি চক্র এগুলো করছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।”