শাহজালালে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষে আহত ১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষে একজন গুরুতর আহত হয়েছে।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2016, 02:59 PM
Updated : 31 August 2016, 02:59 PM

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সামনে সংঘর্ষ হয় বলে জানান সহকারী প্রক্টর মো. সামিউল ইসলাম।

সংঘর্ষে সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মনোয়ার হোসেন গুরুতর আহত হন। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রক্টর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ ও সাধারণ সম্পাদক ইমরান খানের অনুসারীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

“পরে প্রক্টরিয়াল বডির সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষে সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মনোয়ার হোসেন গুরুতর আহত হলে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।”

প্রক্টর সংঘর্ষের কারণ জানাতে পারেননি।

বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান সহকারী প্রক্টর সামিউল।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন বলেন, সিনিয়র-জুনিয়র বাগবিতণ্ডা ও বেয়াদবির সূত্র ধরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। সিনিয়র নেতাদের হস্তক্ষেপে বিষয়টির সমাধান হয়েছে।

সংগঠনটির সাধারণ সম্পাদক ইমরান খান বলেন, “কী কারণে সংঘর্ষ হয়েছে তা আমরা জানার চেষ্টা করছি। যারাই জড়িত থাকুক তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”