ময়মনসিংহে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

দ্বিতীয় স্ত্রীকে হত্যায় যাবজ্জীবন হওয়ার ১১ বছর পর প্রথম স্ত্রীকে হত্যার দায়ে ময়মনসিংহে এক ব্যক্তির মৃত্যুদণ্ড হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2016, 11:16 AM
Updated : 31 August 2016, 11:55 AM

বুধবার ময়মনসিংহ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আমির উদ্দিন এ রায় দেন।

দণ্ডিত ফখরুল ইসলাম ময়মনসিংহ কোতোয়ালি থানার ফকিরাকান্দা বয়ড়া পশ্চিমপাড়ার আবুল হোসেনের ছেলে।

মামলার নথি থেকে জানা যায়, ফখরুল তার প্রথম স্ত্রী শিরিনাজ বেগমের বিনা অনুমতি কার্নিজ ওরফে তানিয়াকে দ্বিতীয় বিয়ে করলে দাম্পত্য কলহ দেখা দেয়।

এক পর্যায়ে ফখরুল দ্বিতীয় স্ত্রী কার্নিজ ওরফে তানিয়াকে হত্যা করেন। ওই মামলায় ফখরুলকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ১১ বছর সাজা ভোগের পর তিনি জামিনে মুক্ত হন।

এরপর তিনি প্রথম স্ত্রী শিরিনাজ বেগমকে ২০১২ সালের ২৬ মার্চ বিকালে ঘুমন্ত অবস্থায় বটি দিয়ে গলা কেটে হত্যা করেন।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর সোহরাব উদ্দিন খান জানান, বিচার চলাকালে আদালত ১৪ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছে।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি সোহরাব উদ্দিন খান ও আসামিপক্ষে ছিলেন সরকার নিযুক্ত অ্যাডভোকেট আছিয়া আক্তার।