শেখ হাসিনার সমাবেশস্থলের পাশে বোমা বিস্ফোরণ: এক ‘জেএমবি’ গ্রেপ্তার

পনেরো বছর আগে সিলেটে শেখ হাসিনার জনসভাস্থলের পাশে বোমা বিস্ফোরণের ঘটনায় করা মামলার আসামি সন্দেহভাজন এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2016, 03:00 PM
Updated : 30 August 2016, 03:00 PM
মঙ্গলবার আবু দাউদ (৩৭) নামের ওই যুবককে ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া থেকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।

আবু দাউদ মধ্যম চরচান্দিয়া গ্রামের আবু তৈয়ব ওরফে তৈয়ব মাওলানা ওরফে গোলাম কিবরিয়ার ছেলে।

সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ুন কবির বলেন, “২০০১ সালের ২৫ সেপ্টেম্বর সিলেটে শেখ হাসিনার জনসভাস্থল থেকে ৫০০ গজ দূরে একটি বাড়িতে বোমা বিস্ফোরিত হয়ে দুই জনের মৃত্যু হয়। ওই ঘটনায় করা মামলার আসামি জেএমবি সদস্য আবু দাউদ।” 

গোপন সংবাদে মঙ্গলবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি হুমায়ুন।