বিচারক অপসারণের দাবিতে আদালত বর্জন শরীয়তপুরে

দুর্ব্যবহারের অভিযোগ তুলে শরীয়তপুরের মুখ্য বিচারিক হাকিমের অপসরণ দাবিতে অনির্দিষ্টকালের আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন আইনজীবীরা। 

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2016, 12:29 PM
Updated : 30 August 2016, 12:39 PM

মঙ্গলবার দুপুরে সমিতির সভাপতি মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে সমিতি কার্যালয়ে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে মুখ্য বিচারিক হাকিম মো. এহসানুল হকের আচরণের নিন্দা করা হয়।     

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে মুখ্য বিচারিক হাকিম মো. এহসানুল হক আমার সঙ্গে খারাপ আচরণ করেছেন।

“এর প্রতিবাদে জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে এক জরুরি বৈঠকে এহসানুল হকের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গৃহীত হয়।”

এহসানুল হককে প্রত্যাহার না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য তারা আদালত বর্জন করবেন বলে জানান জহিরুল ইসলাম জানান।