রাণীশংকৈল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানকে ‘মারধর’

ঠাকুরগাঁওয়ের একটি উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যানকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2016, 06:54 AM
Updated : 29 August 2016, 06:54 AM

রোববার সন্ধ্যা ৭টার দিকে রাণীশংকৈল ডিগ্রি কলেজের সামনে একটি দোকানে এ ঘটনা ঘটে।

আহত মাহফুজা বেগম পুতুল রাণীশংকৈল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. মুক্তার আলমের স্ত্রী।

ভাইস চেয়ারম্যান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় মো. শাহ আলম নামে এক ব্যক্তি মিজানুর রহমান ও মমতাজ বেগম নামে দুইজনের কাছ থেকে হজে পাঠানোর কথা বলে ৬ লাখ টাকা নেন।

“শাহ আলম টালবাহানা শুরু করায় রোববার সন্ধ্যায় বিষয়টি মীমাংসার জন্য একটি দোকানে বসে আলোচনা করছিলাম। এ সময় শাহ আলমের পক্ষে ইউসুফ আলী নামে এক ব্যক্তি আমাকে মারধর করে।”

পরে স্থানীয়রা তাকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফিরোজ আলম বলেন, ভাইস চেয়ারম্যানের শরীরে আঘাতের চিহ্ন আছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় পান বিক্রেতা জুলফিকার আলী বলেন, কথা কাটাকাটির একপর্যায়ে ইউসুফ আলীকে থাপড় দেন ভাইস চেয়ারম্যান। পরে ইউসুফ আলী তাকে মারধর করেন।

শাহ আলমের সঙ্গে কথা বলার চেষ্টা করে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

রাণীশংকৈল থানার এসআই আবু তালেব বলেন, সোমবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।