রাজশাহীতে বাঁধে ফাটল

পদ্মার তীব্র স্রোতে রাজশাহী মহানগরীর বুলনপুরে শহর রক্ষা বাঁধে ফাটল দেখা দিয়েছে।

রাজশাহী অফিসবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2016, 07:46 AM
Updated : 28 August 2016, 09:53 AM

শনিবার সকালে ফাটল দেখা দেওযার পর বাঁধের ওই অংশে জিও ব্যাগ ফেলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুখলেছুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “পদ্মার প্রবল স্রোতে টি বাঁধের উজানের অংশের নিচ থেকে কিছু ব্লক সরে গেছে। এতে সামান্য ফটল দেখা দিয়েছে।”

তবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে তিনি বলেন, আতঙ্কিত হওয়ার মত কিছু এখনো ঘটেনি।

রাজশাহী পয়েন্টে পদ্মার পানির উচ্চ বৃদ্ধির গতি খানিকটা কমেছে বলে এ প্রকৌশলী জানান।

তিনি বলেন, গত ২৪ ঘন্টায় পানির উচ্চতা ৮ সেন্টিমিটার পানি বৃদ্ধি পয়েছে। সকাল ৯টায় পানির উচ্চতা ছিল ১৮ দশমিক ৪৬ সেন্টিমিটার; যা বিপৎসীমার ৪ সেন্টিমিটার নিচে।