দৌলতদিয়ায় গরুবাহী ট্রলারডুবি

রাজবাড়ীর পদ্মায় গরুবোঝাই একটি ট্রলার ডুবে ১৪টি গরু নিখোঁজ রয়েছে।

রাজবাড়ী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2016, 06:03 AM
Updated : 28 August 2016, 06:03 AM

গোয়ালন্দ ঘাট থানার ওসি আবুল কালাম আজাদ জানান, রোববার সকালে দৌলতদিয়া ১ নম্বর ফেরি ঘাট এলাকায় পদ্মার স্রোতের ঘূর্ণিতে এ দুর্ঘটনা ঘটে।

নৌকার মালিক জহিরউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা চারজন ব্যাপারী ২২টি গরু নিয়ে ট্রলারে করে দৌলতদিয়া থেকে আরিচার দিকে যাচ্ছিলেন। পথে প্রচণ্ড ঘূর্ণিতে ট্রলারটি ডুবে গেলে তারা সাঁতরে তীরে ওঠেন।

“খবর পেয়ে রাজবাড়ী থেকে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে আটটি গরুকে উদ্ধার করে। তবে ট্রলার এবং বাকি গরুগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। গরুগুলো প্রচণ্ড স্রোতে ভেসে গেছে বলে আমাদের ধারণা।”

ওসি আবুল কালাম আজাদ জানান, ট্রলার ও নিখোঁজ গরুগুলো উদ্ধারের চেষ্টা চলছে।