টঙ্গীতে টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ড

গাজীপুরে টঙ্গীর বিসিক শিল্পনগরীতে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2016, 11:44 AM
Updated : 26 August 2016, 11:44 AM

শুক্রবার বিকালে মোশাহিদ টেক্সটাইল মিলস লিমিটেড কারখানার এ আগুন আধঘণ্টা পর নিভিয়ে ফেলায় ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে ফায়ার সার্ভিস জানায়।

টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সেলিম মিয়া জানান, গ্যাস পাইপ লাইনের ছিদ্র থেকে আগুন লাগলেও দ্রুত তা নিয়ন্ত্রণে আনায় ক্ষয়-ক্ষতি বা হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারখানার গেইটের পূর্বপাশের তিতাস গ্যাসের পাইপ লাইনে ছিদ্র হয়ে গ্যাস বের হচ্ছিল। বিকাল সোয়া ৪টার দিকে সিগারেটের আগুন থেকে ওই ছিদ্র পথে নির্গত গ্যাসে আগুন ধরে যায়।

তিনি জানান, প্রথমে কারখানার লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। পরে ব্যর্থ হয়ে ফায়ার স্টেশনে খবর দেয়। আগুন কারখানার বয়লার রুমে ছড়িয়ে পড়ার আগেই আধ ঘণ্টার চেষ্টায় নিভিয়ে ফেলা হয়।

এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন তিনি।