মাদারীপুরে নৌকাডুবি: ২ জন নিখোঁজের খবর

মাদারীপুরে জন্মাষ্টমীর অনুষ্ঠান থেকে ফেরার পথে ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় দুইজন নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে। এর আগে এ ঘটনায় একজনের লাশ উদ্ধার করা হয়।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2016, 07:02 AM
Updated : 26 August 2016, 07:12 AM

বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার সিদ্দিকখোলা এলাকায় কুমার নদে নৌকাডুবির ঘটনায় এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয় বলে সদর থানার এসআই ফায়কুজ্জামান জানিয়েছিলেন।

এ ঘটনায় আরও অন্তত দুইজন নিখোঁজ হয় বলে শুক্রবার সকালে মাদারীপুর জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক রতন কুমার দাস জানান।

তারা হলেন হারান বাড়ৈর স্ত্রী ননী বাড়ৈ (৪৫) ও মহারাজ বাড়ৈর স্ত্রী সুচিত্রা বাড়ৈ (৪২)।

তাদের বাড়ি সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কলাগাছিয়া গ্রামে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক নজরুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের সদস্য ও ডুবুরিরা নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।

এছাড়া ডুবে যাওয়া নৌকাটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান।

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠান শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় মাদারীপুর থেকে কলাগাছিয়া গ্রামে নিজেদের বাড়ি ফিরছিল একটি দল। পথে সিদ্দিকখোলা গ্রামের উকিলবাড়ির কাছে কুমার নদে বিপরীত দিক থেকে আসা ট্রলারের ধাক্কায় নৌকাডুবির ঘটনা ঘটে।

এ ঘটনায় কলাগাছিয়া গ্রামের সুখচান বালার স্ত্রী ভানুমতি বালা (৬৭) ঘটনাস্থলেই মারা যান।