তনু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন

কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়েছে।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2016, 04:28 PM
Updated : 25 August 2016, 04:28 PM

বৃহস্পতিবার রাতে সিআইডির কুমিল্লা অঞ্চলের বিশেষ পুলিশ সুপার শাহরিয়ার রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অসুস্থতার কারণে তনু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক গাজী মোহাম্মদ ইবরাহীম কয়েকদিন আগে তার দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার সিআইডি সহকারী পুলিশ সুপার জালাল উদ্দিন আহমেদকে নতুন দায়িত্ব দেওয়া হয়।”

নতুন দায়িত্বে আসার পর এসএসপি জালাল উদ্দিন আহমেদ তনুর পরিবারের সঙ্গে দেখা করেছেন বলে জানান বিশেষ পুলিশ সুপার শাহরিয়ার।  

কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু সেনানিবাস বোর্ডের কর্মচারী ইয়ার হোসেনের মেয়ে। গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের ভেতরে ছাত্র পড়াতে গিয়ে খুন হন।

এ ঘটনার পরদিন তার বাবা কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা করেন।