ঠাকুরগাঁওয়ে গৃহবধূকে শ্বাসরোধে ‘হত্যা’

ঠাকুরগাঁও সদর উপজেলায় এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2016, 12:58 PM
Updated : 25 August 2016, 02:15 PM

বৃহস্পতিবার উপজেলার রহিমানপুর ইউনিয়নের ফকদনপুর গ্রামে শ্বশুর বাড়ি থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয় বলে জানান ঠাকুরগাঁও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল আলম চৌধুরী। 

নিহত রাণী আক্তার (২০) উপজেলার কৃষ্ণপুর গ্রামের আব্দুল কালামের মেয়ে এবং ফকদনপুর গ্রামের ফয়জুল ইসলামের স্ত্রী।

এসআই রাশেদুল বলেন, দেড় বছর ফয়জুল ও রাণীর বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে প্রায়ই রাণীকে মারধর করত ফয়জুল ও তার পরিবারের সদস্যরা।

“বৃহস্পতিবার যৌতুকের দাবিতে স্বামী ও পরিবারের লোকজন গৃহবধূকে মারধর করে। এক পর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে বলে পরিবার অভিযোগ করেছে।”

পুলিশ রাণীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতলে পাঠায় বলে জানান তিনি।