রূপগঞ্জে জন্মাষ্টমীর অনুষ্ঠানে ১৪৪ ধারা

নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলায় একই স্থানে বিবাদমান দুটি পক্ষ জন্মাষ্টমীর অনুষ্ঠান আয়োজন করায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2016, 12:21 PM
Updated : 25 August 2016, 12:21 PM

উপজেলার ভিংরাব এলাকার পোদ্দারবাগ গ্রামে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে এ নিষেধাজ্ঞা জারি করায় বৃহস্পতিবার জন্মাষ্টমীর পূর্ব নির্ধারিত অনুষ্ঠান হয়নি।

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) পরিচালিত ওই মন্দিরে পুলিশ মোতায়েন রয়েছে বর্তমানে।

রূপগঞ্জ উপজলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইসলাম বলেন, স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বিবদমান দুটি পক্ষ একই সময়ে মন্দির প্রাঙ্গনে জন্মাষ্টমীর কর্মসূচি দেওয়ায় গত কয়েকদিন ধরে উত্তেজনা ছিল।

“দুই পক্ষকে নিয়ে বৈঠকে বসে সমঝোতার চেষ্টা হওয়ায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বুধবার রাত ১১টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে ১৪৪ ধারা জারি করা হয়েছে।”

রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন বলেন, দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। মন্দির প্রাঙ্গনে পুলিশ মোতায়েন রয়েছে।