বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ

বকেয়া বেতন–বোনাসের দাবিতে গাজীপুরে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে একটি কারখানার শ্রমিকরা।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2016, 11:29 AM
Updated : 25 August 2016, 11:29 AM

বৃহস্পতিবার সিটি করপোরেশনের কোনাবাড়ী আমবাগ এলাকায় হানিওয়েল গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করে বলে গাজীপুর শিল্প পুলিশের কোনাবাড়ী অঞ্চলের পরিদর্শক আব্দুল খালেক জানান।

শ্রমিকদের বেতন পরিশোধ না করে গত ১ অগাস্ট কর্তৃপক্ষ কারাখানা বন্ধ ঘোষণার পর থেকে বকেয়া মেটানোর দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করে আসছে।

কারখানার শ্রমিক তানিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জুন থেকে অগাস্ট পর্যন্ত শ্রমিকদের বেতন না দিয়ে গত ১ অগাস্ট কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

“এরপর থেকে শ্রমিকরা প্রতিদিন কারখানার সামনে গিয়ে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছে। বারবার কর্তৃপক্ষ বকেয়া পরিশোধের প্রতিশ্রুতি দিলেও তা পরিশোধ করেনি।”

একই অভিযোগ তুলে শ্রমিক মো. শামীম বলেন, ঈদের বোনাস ও জুন থেকে বেতন পরিশোধ করেনি কর্তৃপক্ষ। প্রায় একমাস আগে কারখানা বন্ধের নোটিস টানিয়ে দেয়।

“বোনাস ও বকেয়া বেতন পরিশোধ না করা পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাব।”

পরিদর্শক আব্দুল খালেক বলেন, “রোজার ঈদেও শ্রমিকদের পাওনাদি পরিশোধ করেনি কর্তৃপক্ষ। এ নিয়ে তখন শ্রমিকরা বিক্ষোভ করলেও  গড়ে দেড় থেকে দুই হাজার টাকা দিয়ে তখন পরিস্থিতি শান্ত করা হয়।

“সবশেষে বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে তাদের পাওনাদি পরিশোধ করার প্রতিশ্রুতি দিলেও দুপুর পর্যন্ত মালিক তা পরিশোধ করেনি।

“পরে কারখানার পাশে খোলা মাঠে এবং কোনাবাড়ি মিতালী ক্লাব সড়কে অবস্থান নিয়ে  বিক্ষোভ করে শ্রমিকরা।”