রামু থেকে অপহৃত ৩ জন বান্দরবানে উদ্ধার

কক্সবাজারের রামু থেকে অপহরণের একদিন পর ছাত্রলীগ নেতাসহ তিনজনকে বান্দরবান থেকে উদ্ধার করেছে পুলিশ।

কক্সবাজার প্রিতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2016, 07:51 AM
Updated : 25 August 2016, 07:51 AM

বুধবার রাতে নাইক্ষ্যংছড়ির উপজেলার বাইশারী ইউনিয়নের বৈদ্যপাড়া সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয় বলে বাইশারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আবু মুসা জানান।

উদ্ধার করা ত্জিন হলেন- নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ও দক্ষিণ বাইশারী এলাকার মোতাহের আহমদের ছেলে নুরুল কবির রাশেদ (২৪), বাইশারী বাজারের ব্যবসায়ী নুরুল আলমের ছেলে নেজাম উদ্দিন (২৬) এবং বাইশারীর আলিক্ষ্যং মৌজার হেডম্যান মংথোয়াই হ্লা মারমার মুহুরী হাবিবুর রহমান (৫৫)।

মঙ্গলবার রাত ৮টার দিকে কক্সবাজার সদরের ঈদগাঁও থেকে বাইশারী যাওয়ার পথে ঈদগাঁও-ঈদগড় সড়কের ধুমছাকাটা এলাকায় যাত্রীবাহী একটি বাস থেকে অস্ত্রের মুখে তাদের তুলে নিয়ে যায় দুর্র্বত্তরা ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসআই আবু মুসা বলেন, ঘটনার পর থেকে অপহৃতদের উদ্ধারে ঈদগড় ও বাইশারী ফাঁড়ির পুলিশ পাহাড়ে র্যােব ও পুলিশ অভিযান চালাচ্ছিল।

“বুধবার রাতে অভিযানের সময় ওই তিনজনকে উদ্দেশ্যপবিহীনভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ তাদের উদ্ধার করে।”

রাতেই তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয় বলে জানান তিনি।