জয়পুরহাটে সাড়ে ৩ কেজি বিস্ফোরক উদ্ধার

জয়পুরহাটে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সাড়ে তিন কেজির বেশি বিস্ফোরক পাউডার উদ্ধার করেছে বিজিবি।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2016, 03:13 AM
Updated : 25 August 2016, 03:13 AM

বুধবার রাত সাড়ে ১০টার দিকে জয়পুরহাটের বিজিবি ব্যাটালিয়নের প্রধান ফটকের সামনে থেকে এগুলো আটক করা হয় বলে জানান বিজিবি-৩-এর অপারেশন অফিসার মেজর আশরাফ আলী।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে জয়পুরহাটগামী বনলতা পরিবহন নামের একটি বাসে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি করা হয়।

“এ সময় বাসে ৩ কেজি ৬০০ গ্রাম গানপাউডার পাওয়া গেছে।”

ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।

উদ্ধার গানপাউডার বোমা বা ককটেল তৈরি ও উচ্চক্ষমতার বিস্ফোরণ ঘটানোর কাজে ব্যবহার করা হয়ে থাকে বলে জানান বিজিবি কর্মকর্তা আশরাফ আলী।

এসব পাউডার পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে বলেও তিনি জানান।